No Internet Connection !

বাংলাদেশের প্রেসিডেন্ট

প্রশ্ন: প্রথম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? উত্তর: ২৪ জানুয়ারি ১৯৭৪।
প্রশ্ন: জনগণের সরাসরি ভোটে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট কে? উত্তর: লে. জে. জিয়াউর রহমান।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম গণভোট অনুষ্ঠিত হয় কখন? উত্তর: ৩০ মে ১৯৭৭।
প্রশ্ন: প্রথম গণভোটের লক্ষ্য কি ছিল? উত্তর: প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিজ শাসনকে বৈধকরণ।
নাম মেয়াদকাল
শেখ মুজিবুর রহমান ৭১-৭২
সৈয়দ নজরুল ইসলাম (ভারপ্রাপ্ত) ৭১-৭২
বিচারপতি আবু সাঈদ চৌধুরী ৭২-৭৩
মোহাম্মদ উল্ল্যাহ ৭৩-৭৫
শেখ মুজিবুর রহমান ৭৫-৭৫
খন্দকার মোস্তাক আহম্মেদ ৭৫-৭৫
বিচারপতি এ. এস. এম. সায়েম ৭৫–৭৭
লে. জেনারেল জিয়াউর রহমান ৭৭-৮১
বিচারপতি আবদুস সাত্তার (অস্থায়ী) ৮১-৮১
বিচারপতি আবদুস সাত্তার ৮১-৮২
বিচারপতি এ. এফ. এম. আহসান উদ্দিন চৌধুরী ৮২-৮৩
লে. জে. হুসেইন মোহাম্মদ এরশাদ ৮৩-৯০
বিচারপতি সাহাবুদ্দীন আহমেদ ৯০-৯০
আবদুর রহমান বিশ্বাস ৯১-৯৬
বিচারপতি সাহাবুদ্দীন আহমেদ ৯৬-০১
এ. কিউ. এম. বদরুদ্দোজা চৌধুরী ০১-০২
ব্যারিস্টার জমির উদ্দিন সরকার (অস্থায়ী) ০২-০২
অধ্যাপক ইয়াজউদ্দিন আহমদ ০২-০৯
মোঃ জিল্লুর রহমান ০৯-১৩
মোহাম্মদ আবদুল হামিদ ১৩ – ২৩
মোহাম্মদ সাহাবুদ্দিন ২০২৩ – বর্তমান
top
Back
Home
Gsearch